ভাঙ্গা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘ দিন ধরে ভেঙে যাওয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৫ অক্টোবর) উপজেলার হোসেনপুর কলেজের সামনে সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে শম্ভুপুরা ইউনিয়নের ভুক্তভোগী কয়েক হাজার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার দুর্গাপ্রসাদ থেকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটি এক বছর ধরে সংস্কার করার জন্য ভেঙে রাখা হয়েছে। এটি শম্ভুপুরা ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক। সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন তারা। সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণ করেন- সমমনা প্ল্যাটফর্মের আহ্বায়ক শামসুল আলম পনির, উদ্যোক্তা মোয়াজ্জেম হোসেন, হোসেনপুর জনকল্যাণ সমিতির সভাপতি গোলাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, জেলা পরিষদের সদস্য নূর জাহান, সমমনা প্ল্যাটফর্মের সদস্য আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, জুলহাস উদ্দিন প্রমুখ।
আপনার মতামত জানান