বোল্টের বল দেখতেই পাইনি

প্রকাশিত



আইপিএলের মঞ্চে গতকাল রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হারের পর আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্টস ক্রিকেটারদের পারফরম্যান্সের কাটাছেঁড়া চলছে। সমালোচনার জবাবে অধিনায়ক লোকেশ রাহুল বলেন, একটা খারাপ ম্যাচ কোনো কিছু বদলাতে পারে না। একই সঙ্গে তিনি ঘুরে দাঁড়ানোর আশাবাদও ব্যক্ত করেন।

ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চাহালের দাপটে ইনিংসের শুরু থেকেই স্বচ্ছন্দে খেলতে পারেননি লখনউয়ের ব্যাটাররা।

ইনিংসের প্রথম বলেই বোল্টের বলে প্যাভিলিয়নের পথ ধরেন লোকেশ রাহুল। নিজের আউট নিয়ে মজা করে রাহুল বলেছেন, ‘বোল্টের বলটা আমি দেখতেই পাইনি। দেখতে পেলে নিশ্চয় কিছু করার চেষ্টা করতাম। তাকে জবাব দিতাম। বলটা দুর্দান্ত ছিল। আমাদের দল যথেষ্ট ভালো। ব্যাটিং এবং বোলিংয়ের প্রচুর বিকল্প আছে। ম্যাচটিতে শুধু একটা ভালো জুটি দরকার ছিল। ‘

আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত ব্যাটিং করেছেন মার্কাস স্টইনিস। দলকে জেতানোর মরিয়া চেষ্টা করেছিলেন। তার প্রশংসা করেছেন লখনউ অধিনায়ক, ‘শেষদিকে স্টইনিস দারুণ খেলেছে। মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই আমাদের প্রায় জিতিয়েই দিয়েছিল। এই ইনিংস ওকে আত্মবিশ্বাস দেবে। ওকে নিয়ে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সবাই জানি শেষ পাঁচ ওভারে স্টইনিস কতটা বিপজ্জনক হতে পারে। আমাদের যথেষ্ট অলরাউন্ডার আছে। ফলে বিকল্প অনেক। ‘

আপনার মতামত জানান