বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার আসামী সানাউল্লাহ বেপারী গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সানাউল্লাহ বেপারীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (২২এপ্রিল) বিকেল ৪ টার দিকে সোনারগাঁ উপজেলা ঈদগাহ মাঠ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সানাউল্লাহ বেপারী উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এবং একজন করোনা যোদ্ধা।
মামলা সুত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর ব্রিজের ঢালে ছাত্র জনতার উপর হামলা চালায় এ সময় বেশ কয়েকজন আহত হয়। সে ঘটনায় সোনারগাঁ থানায় দায়ের করা মামলায় ২৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়। সেই মামলায় সানাউল্লাহ্ বেপারি এজহারভুক্ত ৯১ নং আসামি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে এখন থানা হাজতে রয়েছে। আইনানুগ কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
আপনার মতামত জানান