বৈষম্যবিরোধী ছাত্র নেতাকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুবাইল থানা কমিটির সদস্য শাহাদাত হোসেনকে (২৭) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় টঙ্গীর স্থানীয় শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ থানার লক্ষণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. হোসেন (২২) ও বরিশালের বাকেরগঞ্জ থানার বরপাশা মাঝিবাড়ী গ্রামের দলিল মাঝির ছেলে জাকির হোসেন মাঝি (৪৮)।
ভুক্তভোগী সাহাদাত জানায়, টঙ্গীর শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে তার ব্যবহৃত মোটরসাইকেলে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এ সময় সে প্রতিবাদ করলে পিকআপ চালক ও গ্যারেজ মালিকরা একত্রিত হয়ে তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় শাহাদাতকে এলোপাতাড়ি মারধর করে হাতে-পিঠে ও মাথায় গুরুতর জখম করে।
তিনি জানান, খবর পেয়ে তার সহপাঠীরা তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও ডাকাত অপবাদ দিয়ে মারধর করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গিয়ে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ৪ জনকে শনাক্ত ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে থানায় মামলা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার এনএম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিরা সবাই ট্রাক শ্রমিক।
আপনার মতামত জানান