বৈধ গ্যাস সংযোগের দাবিতে অবরুদ্ধ তিতাসের কর্মকর্তা, কর্মচারি
সোনারগাঁ পৌরসভার বৈধ গ্যাস সংযোগের দাবিতে তিতাস গ্যাসের দৈলেরবাগস্থ জোনাল অফিসে কর্মকর্তা ও কর্মচারীদের ৫ ঘন্টা অবরুদ্ধ এবং সোনারগাঁ থানা রোডে যানচলাচল বন্ধ করে দেয় ভুক্তভোগী গ্রাহকরা।
আজ সোমবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত অবরুদ্ধ রাখার পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, বিনা নোটিশে তিতাস বৈধগ্রাহকদের গ্যাস সংযোগ বিনা নোটিশে বিছিন্ন করে দেয়। এতে পৌরসভার একাংশের বৈধগ্রাহকরা পড়েছেন চরম ভোগান্তীতে পড়েন। আজ ২৪ ঘন্টার জন্য উপজেলার কয়েকটি ইউনিয়নের সংযোগ বন্ধ করে গ্যাস লাইন মেরামতের কাজ করছিল তিতাস কম্পানী। খবর পেয়ে দুপুর থেকে দৈলেরবাগ জোনাল অফিসে জড়ো হতে থাকে ভুক্তভোগী গ্রাহকরা। বিষয়টি জানাজানি হলে পুরো পৌরবাসী জড়ো হয়ে কম্পানীর কাজ বন্ধ করে সবাইকে অবরুদ্ধ করে রাখে। এ সময় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আন্দোলণকারীদের শান্ত রাখার চেষ্ঠা করেন।
আলেয়া আক্তার আলো বলেন, বৈধ সংযোগ বিচ্ছিন্ন করা তিতাসের এ অবৈধ সিদ্ধান্তে আমরা মানবেতর জীবন যাপন করছি। আমাদের আজকের মধ্যে গ্যাস সংযোগ দিতে হবে। অন্যথায় আন্দোলন চলবে।
পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম জানান, বিনা নোটিশে বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস আমাদের মৌলিক অধিকার হরন করেছে। আমাদের দাবী একটাই গ্যাস চাই।
এ সময় তিতাসের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে শ্লোগানে শ্লোগানে আন্দোলরনকে আরো গতিশীল করে তোলেন।
সোনারগাঁ পৌরসভা, সোনারগাঁ থানা, উপজেলা প্রশাসন, এসিল্যান্ড অফিস, প্রাণী সম্পদ অফিস, সাব রেজিষ্ট্রি অফিস ও সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সসহ সকল সরকারি ও অধিকাংশ বেসরকারি অফিস রয়েছে এবং গ্যাস না থাকায় সবাই চরম ভোগান্তীতে আছে বলে জানান আন্দোলনে অংশ নেওয়া বৈধ গ্রাহক গাজী আলমগীর।
আন্দোলণকারীদের উদ্দেশ্যে সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার বলেন, আপনাদের মতো আমিও ভোগন্তীর শিকার। ইউএনও স্যার সংযোগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। অচিরেই আপনাদের সংযোগ দেওয়া হবে। এসময় আন্দোলণকারীরা তিতাসের সংস্কার কাজ বন্ধ করা এবং ২৪ ঘন্টার মধ্যে গ্যাস সংযোগ না দিলে ইউএনও, এসিল্যান্ড অফিস এবং তিতাসের জোনাল অফিস অবরুদ্ধ করার ঘোষণা দিতে আন্দোলণ থেকে সরে দাড়ান।
আপনার মতামত জানান