বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মাইক্রোবাসটি ১১ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে যাওয়ার ১১ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সাভিস। দুর্ঘটনার সম ওই মাইক্রোতে থাকা এক সন্তানসহ নারী ও চালককে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।

রোববার (১৬ মে) রাতে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে সকালে এ ঘটনা ঘটলে রাতে ডুবে যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়।

মাইক্রোবাসের মালিক শাহীন মিয়া জানান, রোববার সকালে প্রসন্ননগরের এক নারী তার স্বামীকে এয়ারপোর্ট থেকে আনতে গাড়িটি ভাড়া করেন। সকাল ১০টায় গাড়ির চালক সাদেক ওই নারী ও তার সন্তানকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন।

বক্তাবলী ফেরিঘাটে এসে ফেরির জন্য অপেক্ষা করছিলেন চালক। চালক সাদেক গাড়ি চালু রেখে ফেরির অপেক্ষায় গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। এসময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির দিকে ছুটে চলে ও পানিতে পড়ে যায়।

এসময় আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে শিশুসহ নারীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তস (ওসি) রকিবুজ্জামান জানান, গাড়িটি নদীতে ডুবে গিয়েছিল তবে কোনো হতাহতের খবর পাইনি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে গাড়িটি উদ্ধার করে।

আপনার মতামত জানান