বিশ্বকাপে সাকিবের মাথায় রাজ মুকুট
এ যেন স্বাধীন বাংলার প্রচন্ড প্রতাবশালী ক্রিকেট বিশ্বের নবরাজ। চলতি বিশ্বকাপে ব্যাট আর বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অসংখ্য রেকর্ডও গড়েছেন সাকিব। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই আইসিসির অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন। এবার আরো একটি জায়গায় প্রথম হলেন সাকিব আল হাসান।
বিশ্বকাপ ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ৩৩ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন সাকিব আল হাসান।
আজ সোমবার আফগানিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। আফগান অধিনায়ক গুলবাদিন নায়েবের উইকেট নেন সাকিব।
এই উইকেটের মাধ্যমেই বিশ্বকাপে ৩৩ উইকেট পূর্ণ হলো সাকিবের।
নিজের প্রথম স্পেলে এসে পাঁচ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে তিন উইকেটে পান সাকিব আল হাসান। এর আগে ব্যাটিং করার সময়ই আজই এক হাজারের রানের মাইলফলক পূর্ণ করেন তিনি। ৫১ রানের ইনিংসে ৩৫ রান করার পর পূর্ণ হয় সাকিবের ১০০০ রান।
বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহের দিক থেকে সাকিব আল হাসানের পরেই আছেন মুশফিকুর রহিম। তিনি সোমবারের আগে ২৭ ম্যাচে ৭৫৪ রান করেছেন।
আপনার মতামত জানান