বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রবি মৌসুমের (২০২১-২২) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজসহ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার তাসলিমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার রুপালি খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহীন আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও উপ-সহকারী অফিসারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার জানান, এ কর্মসূচির আওতায় ৯২০ জন কৃষকের মাঝে সরিষা ৭০০ জনকে, গম ৬০ জনকে, পেঁয়াজ ৬০ জনকে, ভুট্টা ১০০ জনকে বীজ দেওয়া হয়। সেই সাথে সকল কৃষককে সার প্রদান করা হয়।

আপনার মতামত জানান