বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

প্রকাশিত



নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারী কলেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এ সময় শরীফ (৫০) নামে আরও একজন ইলেকট্রিশিয়ান আহত হন। আহত শরীফকে মুর্মূর্ষ অবস্থায় চিকিৎধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু আমির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ৩টার দিকে সোনারগাঁ সরকারী কলেজে একটি বিকল বৈদ্যুতিক মটর মেরামত করতে শরীফ ও আমির হোসেন নামের ২ জন ইলেকট্রিশিয়ান যায়। এ সময় সোনারগাঁ সরকারি কলেজের বিজ্ঞান ভবনের একটি রুমে কাজ করার সময় অসতর্কতার কারণে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় শরীফ নামে আরো একজন আহত হন। পরে এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যা মারাত্মক আহত শরীফকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আপনার মতামত জানান