বর্নাট্য আয়োজনে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালিত

প্রকাশিত

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কেকে কেটে জম্মদিন পালন করেছেন ।

বুধবার দুপুরে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে বর্নাট্য আয়োজনের মধ্য দিয়ে এ কেক কাটেন। কেক কাটা উপলক্ষে সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসতে থাকেন স্কুল মাঠে। পরে সকল নেতাকর্মীদের অংশ গ্রহনে আনন্দ উদ্দিপনার মধ্যে দিয়ে আনন্দগন পরিবেশে নেতাকর্মীরা কেক কাটায় অংশ গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল হক ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদা আক্তার ফেন্সি আক্তার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরজাহান আক্তার, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বারদি যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ মোল্লা, যুগ্ন-আহবায়ক ডাক্তার আতিকুল্লাহ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ মিয়া, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া, মোশারফ হোসেন পিরোজপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগ নেতা তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, মাসুম বিল্লাহ, কবির হোসেন, আবু হানিফ, আলম চান, কামাল হোসেন, আনোয়ার হোসেন, বড় জান, শামসুজ্জামান সামসু, সালাম মিয়া, বাদল মিয়াসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত জানান