বন্দরে লকডাউন অমান্য করে ইউপি চেয়ারম্যানের মানববন্ধন

প্রকাশিত

বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে সরকারের নির্দেশনা অমান্য করে লক ডাউনের মধ্যে মঙ্গলবার (২৭ এপ্র্রিল) সকালে প্রায় ১০টি গ্রামের কয়েকশত গ্রামবাসী নিয়ে নিজের পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ মিয়া।

গত শুক্রবার মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান ও তার ভাইয়ের বাড়িতে মাকসুদ চেয়ারম্যান ও বিএনপি নেতা শাখাওয়াত হোসেন শাখা’র নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট চালানো হয়। পরবর্তিতে ভুক্তভোগী পরিবার কোন পুলিশের সহযোগীতা না পাওয়ায় এবং ন্যায় বিচার না পাওয়ায় এঘটনায় স্থানীয় পত্রিকা সহ জাতীয় সংবাদ পত্রে সংবাদ প্রকাশিত করে। আর এরই কারণে দেশের স্বার্থে সরকারী বিভিন্ন নির্দেশনাকে গুরুত্ব না দিয়ে নিজেদের অপকর্ম ঢাকতে এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে লকডাউন থাকার পরও নিজের অপকর্ম ঢাকার জন্য আজ সকালে লকডাউন ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করে মাকসুদ চেয়ারম্যান।

এলাকাবাসী জানান, কিছুদিন আগেও লকডাউন থাকা অবস্থায় মাকসুদ চেয়ারম্যান নিজেকে আবারও চেয়ারম্যান হিসেবে ঘোষনা দেয়ার জন্য হাজার হাজার গ্রামবাসী কে নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করেন। তিনি প্রশাসনের কোনো তোয়াক্কা করছেন না।
এপ্রসঙ্গে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিপক চন্দ্র সাহা বলেন, লকডাউন চলা অবস্থায় গ্রামবাসী নিয়ে এভাবে বিক্ষোভ মিছিল করা সম্পর্কে আমাকে কেউ জানায়নি বা পূর্বানুমতিও নেয়নি।

এ বিষয়ে জানতে মাকসুদ চেয়ারম্যানকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার কল করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়াা যায়৷

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, লকডাউন থাকা অবস্থায় এমন জনসমাগম করে বিক্ষোভ মিছিল সম্পর্কে কেউ আমাকে কিছু জানায়নি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।

আপনার মতামত জানান