বন্দরে জুয়া খেলায় বাধা দেওয়ায় বাড়ী ঘর ভাংচুর লুটপাট, আহত-৩

প্রকাশিত

বন্দর প্রতিনিধি: বন্দরে প্রকাশ্যে জুয়া খেলায় বাধা দেওয়ার জের ধরে সন্ত্রাসী হামলায় বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে বীরমুক্তিযোদ্ধার স্ত্রীসহ ৩ জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো রাবেয়া খুতুন (৬০) আছিয়া খাতুন (৫৭) ও রুহুল আমিন (৩৫)। স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। গত মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ঘারমোড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহতের স্বামী বীরমুক্তিযোদ্ধা জিয়াবুল হোসেন বাদী হয়ে বন্দর থানায় মহিলাসহ ৮ জনের নাম উল্লেখ্য করে ঘটনার ওই রাতে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বন্দর উপজেলার চর-ঘারমোড়া এলাকার প্রতারক হাসান মুহুরী দুই ছেলে নাজমুল ও আজমীর তাদের বাড়ী সামনে দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে জুয়া খেলে আসছে। এ ঘটনায় স্থানীয় প্রতিবাদী যুবক রুহুল আমিন গত মঙ্গলবার বিকেলে জুয়া খেলায় বাধা প্রদান করে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসী নাজমুল ও তার ভাই আজমীর একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে সৌরভ তার মা সেলি বেগম, একই এলাকার সাজ্জাদ, কাউছার জুম্মান ও ফয়সাল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রুহাল আমিনের বাড়ীতে অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা বাড়ীঘর ব্যাপক ভাংচুর করে প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি সাধন করে একটি মোবাইল সেট, ১টি গলার চেইন ছিনিয়ে নেয়। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে বীরমুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া খাতুন ও তার বোনসহ ৩ জন গুরুত্বর জখম হয়।

আপনার মতামত জানান