বন্দরে জালনোটসহ জনতা কর্তৃক সাগর আটক
বন্দর প্রতিনিধি: বন্দরে জালনোট সরবরাহকারী সাগর (৩০) নামে এক প্রতারককে গনপিটুনী দিয়ে বন্দর থানা পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। গত মঙ্গলবার বিকেলে বন্দর থানার কদম রসুল এলাকা থেকে দুইটি ১ হাজার টাকার জালনোটসহ ওই জালনোট সরবরাহকারীকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। আটককৃত প্রতারক সাগর ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাড়ীগ্রাম এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে মুদী দোকানী জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে আটককৃতর বিরুদ্ধে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং ৪(৫)২১। জানা গেছে, প্রতারক সাগর মিয়া গত মঙ্গলবার বিকেলে বন্দর থানার নবীগঞ্জস্থ কদম রসুল এলাকার জাহাঙ্গীর মিয়া মুদী দোকান থেকে ১টি এক হাজার টাকা জালনোট দিয়ে সদাই আনার চেষ্টা করে। মুদীদোকানী টাকা হাতে নিয়ে জালনোট বুঝতে পরে আশেপাশের লোকজনদের জরো করে। ওই সময় বিক্ষুদ্ধ জনতা প্রতারক সাগরের দেহ তল্লাশী করে আরো একটি এক হাজার টাকার জালনোট উদ্ধার করে। পরে এলাকাবাসী আটককৃত জালনোট কারবারীকে বন্দর থানা পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হলে পুলিশ ওই মামলায় আটককৃত প্রতারক সাগরকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।
আপনার মতামত জানান