বন্দরে করোনায় কর্মহীন বেঁদে পরিবারের পাশে ইউএনও

প্রকাশিত


নূর এ আজাদ, বন্দর >>
করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অনগ্রসর বেঁদে সম্প্রদায়ের পোশে দাঁড়িয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

৩ এপ্রিল রবিবার দুপুরে বেঁদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ১৭ টি পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ২ জনকে ১৪,৪০০ টাকা ও ১৫ জন কে ৮,৪০০ টাকা করে উপবৃত্তির চেক বিতরণ করেন, বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মোক্তার হোসেন ।

এসময় সমাজসেবা কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বেদে পরিবারের খোঁজ নিয়ে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে উপবৃত্তির টাকা (চেক) পৌছে দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান