ফিলিস্তিনিদের সঙ্গে একাত্বতা প্রকাশ করলেন পগবাসহ খ্যাতনামা ফুটবলাররা

প্রকাশিত

ফিলিস্তিনিদের সঙ্গে একাত্বতা প্রকাশ করলেন ম্যনচেস্টার ইউনাইটেডের ফরাসি খেলোয়াড় পল পগবাসহ খ্যাতনামা ফুটবলাররা। সোমসবার ইহুদিবাদী ইসরাইলের সেনারা জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় মুসল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে পোস্ট দিয়ে পল পগবা, ম্যামে থিয়াম, রিয়াদ মেহরেজ, আচরাফ হাকিমি ও ফ্রাঙ্ক রিবেরি ফিলিস্তিনিদের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন।

পগবা তার স্ট্যাটাসে লেখেন, বিশ্বে এখন প্রয়োজন শান্তি আর ভালবাসা।আসুন আমরা একে অপরকে ভালবাসী।তার পর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে ‘#প্রে ফর পেলেস্টাইন’ লিখে পোস্ট দেন।

ফেনেরবাচি ক্লাবের ম্যামে থিয়াম সবাইকে শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়ে পবিত্র কোরআন থেকে উদৃতি করে ইনস্ট্রাগ্রামে পোস্ট দেন। এতে তিনি আরও লেখেন, আল-আকসা, আমার হৃদয়ে আছো তুমি।

ইন্টার মিলানের আচরাফ হাকিমি লিখেছেন, # ফ্রি পেলেস্টাইন। ম্যাসচেস্টার সিটির রিয়াদ মাহরেজ লিখেছেন, # পেলেস্টাইন, # সেভ শেখ জারাহ।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, গত চার দিনে জেরুজলেমে ইসরাইলি বাহিনীর হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

এছাড়া সোমবার রাত থেকে গাজায় চালানো ইসরাইলের বিমান হামলায় ৯ শিশুসহ মারা গেছেন কমপক্ষে ২১ ফিলিস্তিনি। সূত্রঃ যুগান্তর।

আপনার মতামত জানান