ফতুল্লায় চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক চালককে ছুরিকাঘাতে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাত ২টায় ফতুল্লার পিলকুনি এলাকায় মোল্লাবাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের নাম আনোয়ার হোসেন (৪০)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার আশ্রাবপুর এলাকার আবুল হাশেম মজুমদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার এসআই আ. রাজ্জাক জানান, নিহতের পকেট থেকে একটি মোবাইল পাওয়া গেছে। সেই মোবাইলের একটি নাম্বারে ফোন করলে নিহতের নাম ও পরিচয় জানা যায়।
তিনি আরও জানান, হান্নান নামে এক ইজিবাইকচালক দেখেছে রাত ১২টায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে লিংক রোড থেকে ২০/২৫ বছরের দুজন ছেলে নিহতের ইজিবাইক ভাড়া করে তক্কারমাঠের দিকে যায়। পরে লাশ দেখে হান্নান তাকে শনাক্ত করেছে। নিহতের গলায় বুকে ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, নিহতের পরিচয় সঠিক কিনা তা যাচাই বাছাই চলছে। এছাড়া তিনি ফতুল্লার কোনো এলাকায় বসবাস করতেন; কার ইজিবাইক চালাতেন সে বিষয়েও খোজ খবর নেয়া হচ্ছে। আশা করি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে।
সূত্রঃ যুগান্তর।
আপনার মতামত জানান