প্রার্থীতা ফিরে পেলেন কোহিনুর ইসলাম রুমা

প্রকাশিত





আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর ইসলাম রুমার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে উচ্চ আদালত। এর আগে তার প্রার্থীতা বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

কোহিনুর ইসলাম রুমা বলেন, কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ না নিলেও প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণখেলাপির অভিযোগে আমার প্রার্থিতা বাতিল করা হয়। আমার নাম ব্যবহার করে জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সারুলিয়া শাখা ঋণ গ্রহণ করা হয়েছে যদিও এই সংস্থার সঙ্গে আমি সম্পৃক্ত নই৷

তিনি আরো জানান, সোনারগাঁ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেতে তিনি এড. ইকবাল হোসাইনের মাধ্যমে উচ্চ আদালতে আপিল করেন। আপিল বিভাগ শুনানি শেষে যাচাই বাছাই করে ঋনের সাথে আমার সম্পৃক্ততা না পাওয়ায় আমার প্রার্থীতা বৈধ বলে রায় দিয়েছেন। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারকার্যে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আপনার মতামত জানান