প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক সভা

প্রকাশিত



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এসময় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সংবর্ধনা দেওয়া হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার।

সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান, সহকারী শিক্ষা অফিসার কানিজ ফাতিমা, সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে উপজেলার ১’শ ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পরিচালনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় ৬১ নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আল আমিন তুষারকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী আবু নাঈম ইকবাল, নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবুল বাসার, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিআর বিলকিস, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬১নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আইয়ুব হোসেন সুমন ও বেহাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মাহবুবা সুলতানা রুবিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার ১’শ ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান