পৃথক ঘটনায় দুই নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১

প্রকাশিত

সোনারগাঁ উপজেলার কাচঁপুর ও লাদুর চর এলাকায় দুই নারীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠছে। এ ঘটনায় পৃথক সোমবার রাতে দুইটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে।

মামলার বিবরনীতে উল্লেখ করা হয়, গত রোববার (২৪ নভেম্বর) শারীরিক অসুস্থতার কারণে গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাসায় ফেরার জন্য ওই তরুণী (২৪) বাড়ীতে পৌছনোর সময় উপজেলার কাঁচপুরের নজরুলের ছেলে হাসিব শেখ তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে তরুণীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়।

এদিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুর চর গ্রামের মৃত রমু ভুইয়ার ছেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে বিধবা এক নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। পরে তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে বিভিন্ন তালবাহানা শুরু করেন। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষনের অভিযোগে দুইটি মামলা হয়েছে। হাসিব শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মতামত জানান