পিরোজপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যুগোপযোগী করা হবে-মাসুম
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মনিংসান কিন্ডার গার্টেনের বার্ষিক পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে মনিংসান ক্যাম্পাসে জাকজমকভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ইউনিয়নের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করার ঘোষনা দেন। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনে শিশুদের শিক্ষার হাতেখড়ি। শুরু থেকে প্রতিটি শিক্ষার্থী যেন শিক্ষার পাশাপাশি মানসিকভাবে বেড়ে ওঠে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে কিন্ডার গার্টেনগুলোকে সময়োপযোগী ও আধুনিক করনের কাজ হাতে নিয়েছি। প্রত্যেক শিক্ষককে শিশুদের শিক্ষার ব্যাপারে যত্মশীল হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলহাজ্ব ফজলুল হক প্রধান, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ডাক্তার আতিকুল্লা, সোনারগাঁ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি সোনিয়া আক্তার, আওয়ামীলীগ নেতা আলম চাঁন, শাহাবুদ্দিন প্রধান, মাসুম বিল্লাহ, আবু হানিফা, কবির আহম্মেদ, আনোয়ার হোসেনসহ কিন্ডার গার্টেনের সকল শিক্ষক ও শিক্ষিকা ও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আপনার মতামত জানান