পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
পাবনার আটঘরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ান গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই তরুণের নাম শাওন হোসেন (১৯)। তাঁর বাড়ি উপজেলার কদমডাঙ্গা গ্রামে। তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেরুয়ান গ্রামে আফজাল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর দেওয়া হলে বেলা ১১টার দিকে ইলেকট্রিশিয়ান শাওন হোসেন এসে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ শুরু করেন। একপর্যায়ে হঠাৎ বিদ্যুতের তারে তিনি আটকে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁর লাশ উদ্ধার করেন।
আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। সূত্রঃ প্রথম আলো।
আপনার মতামত জানান