পশ্চিমবঙ্গে লকডাউনের কথা শুনে মদের দোকানে দীর্ঘ লাইন

প্রকাশিত

ভারতের পশ্চিমবঙ্গে ১৫ দিনের লকডাউন দেওয়া হয়েছে। আর সেই লকডাউনে বন্ধ রাখা হচ্ছে মদের দোকান। এজন্যই লকডাউন জারির পর পরেই মদের দোকানে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। স্বাস্থ্যবিধি না মেনেই মদের দোকানে ভিড় জমায় তারা।

আগামী কাল থেকে ৩০ মে পর্যন্ত টানা ১৫ দিন রাজ্যে কোনও মদের দোকান খুলবে না। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছেন, ১৫ দিন রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই রাজ্যের মদের দোকানগুলিতে ভিড়।

প্রসঙ্গত গতবার লকডাউনে নানা পরিষেবা বন্ধ হলেও মদের দোকান খোলা ছিল। কিন্তু তাতে সামাজিক দূরত্ববিধি কিছুই মানা হয়নি।

উল্লেখ্য রাজ্যে বন্ধ হয়েছে রেস্তোরাঁও। কিন্তু ই কমার্স-হোমডেলিভারি চালু থাকায় তাতে খুব একটা প্রভাব পড়বে না। এদিকে দুধ ও দুগ্ধজাত পণ্যের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই মিষ্টির দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত জানান