পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ
নারায়ণগঞ্জ সোনারগাঁ, পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কিশোরকালীন মাতৃত্ব রোধ করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে। শনিবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সেবা সপ্তাহ শুরু হয়েছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ সেবা ও প্রচার সপ্তাহ চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, সহকারী পরিবার কল্যান কর্মকর্তা শাহিনা আক্তার, এফপিআই খন্দকার মাজেদুল ইসলাম সম্রাট, এসএম জাকারিয়া প্রমুখ।
আপনার মতামত জানান