পদ্মায় জেলের জালে ধরা পড়লো ১০ কেজির কাতল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা-যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের বিশাল আকারের একটি কাতল মাছ। সোমবার ভোরের দিকে জেলে সিদ্দিক হালদারের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান মাছটি এক হাজার টাকা কেজি দরে ১০ হাজার টাকা দিয়ে জেলে সিদ্দিক হালদারের কাছ থেকে কিনে নেন। জেলে সিদ্দিক হালদার বলেন, মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহানের কাছে এক হাজার টাকা কেজি দরে ১০ হাজার টাকায় কাতল মাছটি বিক্রি করে দিয়েছি।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, ১০ কেজি ওজনের কাতল মাছটি জেলে সিদ্দিক হালদারের কাছে থেকে ১০ হাজার টাকায় কিনেছি। এখন এক হাজার ১০০ টাকা কেজি দরে মাছটি ঢাকায় বিক্রি করা হবে বলে জানান তিনি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, প্রতিবছর এই মৌসুমে পদ্মা নদীতে বড় বড় আকৃতির মাছ ধরা পড়ে বলে জানান ওই কর্মকর্তা। সূত্রঃ যুগান্তর।
আপনার মতামত জানান