পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা।

প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁয়ে শিক্ষার মান্নোয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন, ওয়াশব্লক, স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং শহীদ মিনার প্রতিষ্ঠা করেছি। যেগুলো বাকি আছে তার কাজ চলছে। আপনাদের সহযোগিতায় শিক্ষাক্ষেত্রে সোনারগাঁকে সারা দেশে মডেল হিসেবে দাঁড় করাতে চাই।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমল পোদ্দারের সভাপতিত্বে উপস্থিত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, জাতীয়পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাঈম ইকবাল, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক নুর হোসেন, জাপা নেতা আলী আকবর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আশরাফুজ্জামান, শিল্পী ভৌমিক, সেলিম মিয়া, সনমান্দী ইউনিয়ন পরিষদের সদস্য তোতা মিয়া, সাবেক সদস্য রুহুল আমিন, ইসরাফিল মিয়া, জালালউদ্দিন, তাওলাদ হোসেনসহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

আপনার মতামত জানান