নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ার আহবায়ক কমিটি থেকে বাদ পড়েছেন কালাম
![](https://dailysonargaon.com/wp-content/uploads/2021/03/inbound7411193734665442571.jpg)
ডেইলি সোনারগাঁ >>
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সংশোধিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ২২ মার্চ। ২১ সদস্যের কমিটিতে স্থান হয়নি সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালামের। তবে তাঁর ছোট ভাই মোস্তাফিজুর রহমান মাসুমকে ১১ নং সদস্য করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা সমালোচনা চলছে।
এ ব্যাপারে আহবায়ক এড.সামসুল ইসলাম ভূঁইয়া জানান, আমরা কমিটিতে অনেকে নাম দিয়েছি। নাম দেওয়ার পর কেন্দ্রীয় কমিটি সবার রাজনৈতিক অবস্থান, পূর্বাপর ঘটনা তদন্ত করে চুড়ান্তভাবে ২১ জনের নাম ঘোষনা করেছে। তাছাড়া আমার জানা মতে মাহফুজুর রহমান কালাম নিজেও তার নাম কেন্দ্রে পাঠিয়েছে। আমার জানা মতে সে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের কারেন কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কালামের ছোট ভাই মাসুমের নাম তো আহবায়ক কমিটিতে আছে। অন্যদিক দিয়ে চিন্তা করলে একই পরিবারের দুই ভাইয়ের নাম তো কমিটিতে রাখবে না।
রাজনৈতিক বিশ্লষকরা মনে করেন, একই পরিবারের আপন দুই ভাই বিধায় একজনকে কমিটিতে রাখা হয়েছে। এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান মাসুম নিজে পদ পেয়ে আহবায়ক কমিটি, জেলা ও কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। সোনারগাঁ তৃণমূল আওয়ামী লীগের সংগ্রামী নেতা, তরুনদের আইকন মাহফুজুর রহমান কালামের নাম না থাকার কোন প্রতিবাদ তার ছোট ভাই করেননি। কিন্ত কালাম ভক্তরা এ কমিটি মেনে নিতে না পাড়ায় সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে আহবায়ক কমিটির এক সদস্য জানান, আমরা নিজেদের পদ পেয়েই খুশি। অন্যকে নিয়ে ভাবার সময় কই। কালামের ভাই মাসুমও পদ পেয়ে আনন্দ প্রকাশ করেছে। বিভিন্ন অনলাইনে নিউজ করেছে। তার উচিত ছিল এ কমিটি থেকে নিজের নাম বয়কটের ঘোষনা দেওয়া। তা করেনি। সেখানে আমাদের কি করার আছে?
তিনি আরো জানান, নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় কালাম পন্থী সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, কায়সার হাসনাত পন্থী বারদী ইউনিয়নে হাজী কামাল, বৈদ্যের বাজার ইউনিয়নের মাহবুব সরকার আহবায়ক কমিটি থেকে বাদ পড়েছে।
আপনার মতামত জানান