নির্মম-নৃশংসতার পরও কি চুপ থাকা যায়?-ভিপি নুর

প্রকাশিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হল নুর।

তিনি বলেন, পিটিয়ে মেরে ফেলার মতো নির্মম-নৃশংসতার পরও কি চুপ থাকা যায়?

সোমবার আবরার হত্যার বিচার চেয়ে ফেইসবুকে একটি স্টযাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি।

ফেইসবুক পোস্টে তিনি লেখেন, ‘স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী ভাই-বোন, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি জোরালো অনুরোধ, আপনারা বুয়েটের ছাত্র আবরার হত্যার বিচারের দাবিতে সবাই সোচ্চার হোন। দেশবিরোধী চুক্তির সমালোচনা করায় শিবির অপবাদ দিয়ে একজন শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলার মতো নির্মম-নৃশংসতার পরও কি চুপ থাকা যায়??? শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রঐক্য গড়ে তুলুন।’

আপনার মতামত জানান