নির্বাচনী তহবিলে সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জ-৩ এর এমপি প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে মুক্তিজোট মনোনীত প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ নির্বাচনী খরচের জন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। আজ রাত ৮ টায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আর্থিক সহযোগিতা করার জন্য আবেদন জানান।
সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে বলেন, আমি মুক্তিজোট থেকে নমিনেশন পেয়েছি।
আমার মার্কা ছড়ি। আমি আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাই, যে যার সামর্থ্য অনুযায়ী আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের টাকায় নির্বাচিত হয়ে আপনাদের জবাবদিহিতার মাধ্যমে সেবা করতে চাই। এ সময় আর্থিক সহযোগিতার জন্য তিনি একটি বিকাশ নাম্বার -01823470038 ও একটি নগদ- 01997-135161 নম্বরে সহযোগিতা চেয়েছেন।
তিনি বলের ‘সাধারণ মানুষের সহায়তায় তিনি এমপি নির্বাচনে অংশগ্রহণ করে এবং সাধারন মানুষের ভোটে তিনি নির্বাচিত হয়ে সকলের পাশে থাকতে বদ্ধপরিকর। এ সময় তিনি বলেন নির্বাচনী তহবিলে আপনার সহযোগিতা চাই। যার যা সাধ্য, সেটুকু আমরা গ্রহণ করব সম্মানের সাথে।’
নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ আরও বলেন, ‘আমি যদি কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করি, তাহলে তো আমার উদ্দেশ্যই থাকবে সেখান থেকে লাভ করার। আমরা বিনিয়োগ চাই না। আমি নির্বাচনের যুদ্ধে ব্যক্তিগত প্রচেষ্টায় টাকা দেব, জনগণ দেবে, দলের সমর্থক–শুভানুধ্যায়ীরাও দেবে। তাহলে জবাবদিহি ও স্বচ্ছতা থাকবে। নির্বাচনে আমি জয়লাভ করলে তা জনগণের দ্বারা ও জনগণের অর্থে জয়লাভ করা হবে। টাকা কামানো বা বিনিয়োগের পর লাভ খোঁজার চিন্তা থাকবে না। এটি হচ্ছে একটি যৌক্তিক কারণ। আমি মনে করি না যে রাজনীতি একটি ব্যবসা, এমপি নির্বাচিত হয়ে আমি লাভবান হব, লাভবান হয়ে আমি আমার টাকাটা তুলব। যাতে কোনোভাবেই এই চিন্তাটা না আসে, সে কারণে নির্বাচনের এই যুদ্ধটাকে এভাবে গ্রহণ করেছি।’
এমপি প্রার্থীর লাইভ দেখে অনেকে সারা দিচ্ছেন এবয় মন্তব্য করে বলেন, ‘জাতীয় নির্বাচনে ধনিক শ্রেণির দলগুলোর প্রার্থীরা কাঁড়ি কাঁড়ি টাকা বিনিয়োগ করে সাধারণ মানুষকে পাঁচ বছর শাসন করার বৈধতা আদায় করে। আর গরিব শ্রেণির দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখে। এবার সাধারণ মানুষ নিজেদের পকেট থেকে টাকা খরচ করে, পরিশ্রম করে, ভোট দিয়ে নিজেদের প্রার্থীকে জয়যুক্ত করে সংসদে পাঠান। নেপাল ও শ্রীলঙ্কার দৃষ্টান্ত অনুসরণ করুন। সাধারন মানুষের প্রার্থীকে জয়যুক্ত করুন। গরিব, শ্রমজীবী, মেহনতি, পেশাজীবী, দেশপ্রেমিক মানুষের প্রতিনিধিত্বকারী প্রার্থীর নির্বাচনী তহবিলে অর্থ সহযোগিতা করুন।’
তিনি আরও বলেন, আমি যদি একটা আসনের জন্যও দৃষ্টান্ত দেখাতে পারি যে, জনগণের কাছ থেকে টাকা তুলে জনগণের সঙ্গে ক্যাম্পেইন করে নির্বাচনে জেতা সম্ভব, তাহলে আগামী দিনে এমন অসংখ্য মানুষ এগিয়ে আসবেন, যারা সৎ, যোগ্য এবং রাজনীতিতে আসার সাহস দেখাবেন। এই লড়াইটা আপনি, আমি মিলে করলেই আমরা জিতে যাবো। আমি আপনাদের সাহায্যের আশায় থাকবো।


আপনার মতামত জানান