নারী কেলেংকারীর অভিযোগ: গ্রামীণ ব্যাংকের ডেপুটি প্রিন্সিপাল হেলিমের বিরুদ্ধে
বিশেষ প্রতিনিধি:
গ্রামীণ ব্যাংকের ডেপুটি প্রিন্সিপ্যাল অফিসার মো. হেলিম মিয়ার বিরুদ্ধে নারী কেলেংকারির অভিযোগ এনে গ্রামীন ব্যাংকের প্রশাসন বিভাগে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করেছেন তার স্ত্রী শাহনাজ বেগম।
হেলিম মিয়ার স্থায়ী কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালিপুর গ্রামের ফজলুল হক ও রৌশন আরা দম্পতির সন্তান। মোঃ হেলিম মিয়া ( পরিচিতি নং-৩৪৪৪৬) বর্তমানে গ্রামীন ব্যাংকের নবীনগর শাখার সলিমগঞ্জে কর্মরত। অভিযোগে থেকে জানা যায়, ২০০৪ সালে হেলিম মিয়ার সাথে শাহনাজ বেগমের বিবাহ হয়। তাদের সংসারে দুটো সন্তান রয়েছে। জিসান বয়স-১৭, তামান্না বয়স-১৪। হেলিম মিয়া বায়েক কসবা শাখায় কর্মরত থাকা অবস্থায় তার সহকর্মী হাকিমা জান্নাতের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি অফিসের অন্যান্য সহকর্মীরা জানতে পেরে তার বিরুদ্ধে অভিযোগ করে। ঐ অভিযোগের ভিত্তিতে গত ২০২০ সালের ২০ ডিসেম্বর বিষয়টি তদন্ত করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাকিমাকে ধরখায় ও হেলিম মিয়াকে কুমিল্লার মহিচাল শাখায় বদলী করা হয়।
জানা যায়, অভিযোগকারী হেলিম মিয়ার স্ত্রী শাহনাজ বেগমও ইতিপূর্বে গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি তার স্বামীর কথামতো সংসার টিকিয়ে রাখতে ২০২১ সালের ৪ অক্টোবর শাহবাজপুর সরাইল শাখা হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ঐ আবেদনে শাহনাজ বেগম বলেন, তার স্বামী হেলিম মিয়া হাকিমার সাথে অবৈধ সম্পর্ক করে তার জন্য সে সামাজিকভাবে ছোট হয়। হাকিমা জান্নাত কসবা থানার কাইয়মপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল খায়ের মাস্টারের মেয়ে। বাবা, মার অজান্তে স্থানীয় ছেলেকে বিয়ে করে। পরে হেলিম মিয়ার সাথে পরকিয়া জড়িয়ে সে স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়।
অভিযোগ রয়েছে, বিবাহ না করেও শুধুমাত্র পরকিয়ার জেড়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। ২০২২ সালের নভেম্বর মাসের ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত কক্সবাজারের একই রুমে স্বামী-স্ত্রী হিসেবে তারা অবস্থান করে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন জায়গায় স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে।
হেলিম মিয়ার স্ত্রী শাহনাজ বেগম জানান, হেলিম মিয়া ১৬ বছর বয়সে তার প্রতিবন্দ্বি চাচাতো বোন রেনুকে ধর্ষণ অভিযোগে সামাজিক বিচারে দোষী প্রমানিত হলে তার বাবা রেনুকে এক বিঘা জমি লিখে দেন এবং গর্ভের বাচ্চা নষ্ট করে। এছাড়াও হেলিম মিয়াকে ১০০টি বেত্রাঘাত দেয়া হয়। শাহনাজ বেগম জানায়, স্বামীকে খুশি রাখতে সে তার চাকুরি জীবনে ৪,৫০,০০০/-টাকা দিয়ে স্বামীর নিজ বাড়িতে একটি ফ্ল্যাট নির্মাণ করেন। বর্তমানে হেকিমার সাথে পরকীয়ার কারণে শাহনাজের স্বামী তার সাথে সব সময় দুব্যর্বহার, মানুষিক ও শারীরিক নির্যাতন করতে থাকেন। শাহনাজ বেগম এ বিষয়টি প্রতিকারের জন্য গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন-এর কাছে আইনী সহায়তা চেয়ে আবেদন করেন।
আপনার মতামত জানান