নারায়ণগঞ্জে মামুনুলকাণ্ডে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় গ্রেফতার ২

প্রকাশিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হকের নারীকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত ও কটাক্ষ করে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জের স্যোশাল মিডিয়া মনিটরিং সেলের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়দের ছবি বিকৃত/কটাক্ষ ও মামুনুল হক কাণ্ডে উস্কানিমূলক পোস্ট দেয়ার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। ২৭ এপ্রিল রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ১। তরিকুল (২৯), পিতা- মৃতঃ কুটু ওরফে কদু মিয়া, সাং- নগরপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। মোঃ ইমরান হোসেন (৩২), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- তল্লা ছোট মসজিদ, ফতুল্লা মডেল থানা, জেলা- নারায়ণগঞ্জ। গ্রেফতারের সময় তাদের ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করা হয়। তাদেরকে হেফাজতের তাণ্ডবে রুজকৃত মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। এছাড়াও তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আপনার মতামত জানান