নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলা॥ সাংবাদিকদের হুমকি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় সময়ের নারায়ণগঞ্জ নামের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে। এ সময় কয়েকজন সংবাদকর্মীদের সঙ্গে তারা খারাপ আচরণ করেন। এছাড়াও পত্রিকার কার্যালয়টি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ারও হুমকি দেয়া হয়। এ সময় অফিসে কর্মরত সাংবাদিকরা আতঙ্কিত হয়ে পড়েন।
জানা যায়, বেলা ১২টায় চাষাঢ়ার প্রেসিডেন্ট রোডে অবস্থিত সিরাজ ম্যানশনের চতুর্থ তলায় সময়ের নারায়ণগঞ্জ নামের পত্রিকার কার্যালয়ে একদল উচ্ছৃঙ্খল লোকজন প্রবেশ করেন। তারা প্রায় ১৫ মিনিট কার্যালয়ে অবস্থান নেন। সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল বলেন, চিহ্নিত সন্ত্রাসী নাসির ও আক্তারের নেতৃত্বে ৭০-৮০ জন লোকজন অফিসে ঢুকে নানাভাবে হুমকি দেয়। তারা আগুন দিয়ে অফিস জ্বালিয়ে দেয়ারও হুমকি দেয়। তারা সিসিটিভির ফুটেজের ক্যামেরা ভেঙ্গে ফেলে। ডিভাইজ ও ল্যাপটপ নিয়ে যায়। এ সময় ৪ জন সাংবাদিকদের সঙ্গে তারা খারাপ আচরণ করেন।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) নাজমুল হাসান বলেন, এ ঘটনাটি আমরা শুনেছি। এ নিয়ে আমরা কাজ করছি। এদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইগনত ব্যবস্থা নিচ্ছে। পত্রিকাটির পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ দিতে থানায় আসছেন। আমরা যাচাই-বাছাই পূর্বক এ ঘটনায় মামলা নিচ্ছি।
আপনার মতামত জানান