নারায়ণগঞ্জে চালু হচ্ছে ই-ট্রাফিকিং সেবা
নারায়ণগঞ্জে প্রথম বারের মতো ‘ই- ট্রাফিকিং’ সেবা দিতে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ।আগামীকাল (পহেলা সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের চাষাড়াস্থ রাইফেলস ক্লাবে সেবা কার্যক্রমের এর শুভ উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা সূত্রে জানা যায়, “ই- ট্রাফিকিং কার্যক্রম” এর শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)৷
ই-ট্রাফিকিং ব্যবস্থায় মোটরযান চালক ও মালিকদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় প্রথম বারের মত ই-ট্রাফিকিং সিস্টেম চালু হতে যাচ্ছে৷ এজন্য ‘পস’ মেশিনে ট্রাফিক পুলিশের মামলা ও জরিমানা আদায় সংক্রান্ত বিষয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ মেশিনের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও পূর্বে মামলা হয়েছে কি-না এ ধরণের সকল তথ্য পাওয়া যাবে। এছাড়া মোটরযান চালকরা ব্যাংক কার্ড ব্যবহার করে ইউক্যাশের মাধ্যমে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য মোবাইল ব্যাংকিংও এর সাথে যুক্ত করা হবে। নারায়ণগঞ্জ জেলায় ৪৩ টি ইউক্যাশের এজেন্ট মাধ্যমে সরাসরি জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। চালককে ট্রাফিক অফিসে আসতে হবে না। ইউক্যাশের মাধ্যমে জরিমানা পরিশোধ করা হলে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের নিকট মোবাইলের মাধ্যমে ম্যাসেজ চলে যাবে।ম্যাসেজ পেলে ট্রাফিক বিভাগ জব্দকৃত কাগজপত্র চালকের নিকট বুঝিয়ে দিবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, এবং সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার)৷
আপনার মতামত জানান