নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশিত

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা–গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে আকরাম হোসেন বলেন,
“আগুন নিয়ে খেলবেন না। আগুন দিলে দাবানল তৈরি হবে, যার মোকাবেলা করা সম্ভব হবে না।”
তিনি জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় নেতাকর্মীরা হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানান এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন। বিক্ষোভ মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা দোষীদের বিচারের দাবি জানান।

আপনার মতামত জানান