নবীগঞ্জে র্যাবের অভিযানে ৪১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ৪১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব। আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেটের একটি অভিযানিক দল লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযানকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর বড় কাফন গ্রামের আশিক আলীর ছেলে তাইবুর রহমান (২৮) ও একই উপজেলার খাড়াই গ্রামের আলকাছ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫)।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওবাইন জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগান থেকে আট মাসের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি আকছির মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে অভিযানকালে তাকে গ্রেপ্তার করা হয়। সেই ওই বাগানের মৃত গেদু মিয়ার ছেলে। সূত্রঃ কালেরকণ্ঠ।
আপনার মতামত জানান