ধোনির জন্যই দলে সুযোগ পাননি ঋদ্ধিমান
ভারতের অন্যতম প্রতিশ্রুতিশীল উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। জাতীয় দলে বারবার সুযোগ পাওয়া আর বাদ পড়াই যেন এই বাঙালি কিপার-ব্যাটসম্যানের নিয়তি। কিন্তু দলে মহেন্দ্র সিং ধোনির মতো একজন থাকলে বাকিদের তো সুযোগ পাওয়ার প্রশ্নই আসে না। এটাই সত্যি। ঋদ্ধি তার ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ধোনির ছায়ায় ঢাকা পড়ে ছিলেন। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকতে হয়েছিল। তাই এবার তিনি বোমা ফাটালেন।
পশ্চিমবঙ্গের এই ক্রিকেটারকে অনেকেই ভারতের এই সময়ের সেরা উইকেট কিপারের মর্যাদা দেন। স্বয়ং বিরাট কোহলি পর্যন্ত বলেছিলেন, বিশ্বের সেরা উইকেটকিপার ঋদ্ধিমান। কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি জাতীয় দলের জার্সিতে নিয়মিত খেলার সুযোগ পান। এই বিষয়েই মন্তব্য করে ঋদ্ধিমান এবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তার মতে, মহেন্দ্র সিং ধোনির কারণেই তিনি টেস্ট খেলার সুযোগ পাননি।
ক্রিকট্র্যাকারে দেওয়া সাক্ষাৎকারে ঋদ্ধিমান সাহা বলেন, ‘যখন মাহি ভাই ছিল, সকলেই জানত সে প্রত্যেক ম্যাচে খেলবে। তবে আমিও প্রত্যেকটা সুযোগ কাজে লাগানোর জন্য প্রস্তুত ছিলাম। আমার টেস্ট অভিষেক অদ্ভুতভাবে হয়েছিল। আমাকে বলা হয়েছিল, আমি খেলব না। কিন্তু হঠাৎ করেই আমাকে সুযোগ দেওয়া হয়! সেই সময়েই আমি ঠিক করি, এমনভাবে প্রস্তুতি চালিয়ে যাব যাতে আমি প্রতিটি ম্যাচ খেলতে পারি। তবে আমিও জানতাম সব ম্যাচে খেলতে পারব না।’
এখন পর্যন্ত ৩৮টি টেস্ট খেলেছেন ঋদ্ধিমান। ৩ সেঞ্চুরি আর ৫ ফিফটিতে করেছেন ১২১৫ রান। ৯ ওয়ানডেতে করেছেন মাত্র ৪১ রান।তিনি আরও বলেন, ‘২০১৪ সালে ধোনির অবসরের পরেই আমি জাতীয় দলের নিয়মিত সদস্য হই। ২০১৮ পর্যন্ত নিয়মিত খেলেছি। ব্যাট হাতে সেঞ্চুরি, হাফসেঞ্চুরি করেছি। যদি কেউ দুই বছরে একবার মাত্র সুযোগ পায়, তাতে সফল হওয়া কঠিন। তবে এই বিষয়ে তো টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।’
সূত্রঃ কালেরকণ্ঠ
আপনার মতামত জানান