ত্রাণ সহায়তার নামে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনায় সরকারি ত্রাণ সহায়তার জন্য নাম অন্তর্ভুক্ত করতে চনপাড়া বস্তিবাসীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
প্রত্যেকের কাছ থেকে একশ টাকা করে আদায়ের অভিযোগ ইউপি সদস্য বজলুর রহমান বজলুর বিরুদ্ধে। বস্তিতে প্রায় ২০ হাজার ভোটার ও ৬০ হাজার অধিবাসী বসবাস করেন।
চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের (চনপাড়া বস্তি) কর্মজীবি অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। কায়েতপাড়া ইউপি সচিব রিয়াজ রহমানের কাছে দুঃস্থ অসহায়দের তালিকা প্রস্তত করতে নির্দেশ আসে ।
তালিকাটি প্রস্তুত করতে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বজলুর রহমান বজলু ও সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তারকে দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পেয়ে বজলুর জনপ্রতি একশ টাকা আদায় করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য বজলুর বলেন, যারা টাকা নিয়েছে মূলত: আমার বদনামের জন্য এটা করেছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই।
কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এটা বড় ধরনের অপরাধ। অন্য প্রতিনিধি দিয়ে আমি তালিকা তৈরি করবো। অসহায়রা যেনো টাকা ফেরত পায় সেই ব্যবস্থাও করা হবে।
রূপগঞ্জ ইউএনও মমতাজ বেগম বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত জানান