ডিস আল-আমিনের গাড়ি পুড়ার অন্যরকম গন্ধ

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ >>
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল আমিন নামের এক ডিস ব্যবসায়ীর গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে অজ্ঞাত নামা দুবৃর্ত্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উপজেলার জামপুর ইউনিয়নের তিলাব এলাকায়।

আল আমিন জানান, রোববার রাতে উপজেলা থেকে ফিরে আমার পাজেরো গাড়িটি বাড়ির বাহিরে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত দেড়টার দিকে অজ্ঞাত দূবৃত্তরা পেট্রোল দিয়ে আমার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে আমি গাড়ি পোড়ার গন্ধ ও শব্দ শুনে বাহিরে গিয়ে দেখি কে বা কাহারা রাতের আধারে আমার গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এসময় বাড়ির লোক জনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা একটি মামলার প্রস্তুতি চলছে।

গাড়ি পোড়ায় ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী নামপ্রকাশ না করার শর্তে জানায়, তার বাড়িতে গিয়ে গাড়ি পুড়িয়ে দিবে এমন সাহস জামপুর কেন সোনারগাঁয়ে কারো আছে বলে আমরা মনে করি না। এটা তার একটা দুরভিসন্ধি হতে পারে। এলাকায় সে জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজির সাথে জড়িত। তার বিরুদ্ধে লালমিয়া হত্যাসহ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তাই অনেকেই মনে করছেন সে নিজের গাড়ি পুড়িয়ে বিত্তশালী ও তার অনৈতিক কাজে বাঁধাদান কারীদের ফাসাতে নতুন ফন্দি তৈরি করেছে।

স্থানীয়রা জানান, ডিস আল আমিন এলাকায় বিত্তশালী ও সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। যদি তার বিরুদ্ধে কেউ মুখ খুলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়িঘরে হামলা, ইয়াবা, ফেনসিডিল ও বিভিন্ন ধরনের মাদক দিয়ে মিথ্যা মামলা জড়িয়ে হয়রানী করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন , আগুন লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।

আপনার মতামত জানান