টোকিওতে ইসরাইলবিরোধী বিক্ষোভ
জাপানের রাজধানী টোকিওতে ইসরাইলবিরোধী বিক্ষোভ হয়েছে। টোকিও প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শিবুইয়া এলাকায় গত শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিন ফিলিস্তিনের বর্বর হামলার প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল হয়।
জুমার নামাজ শেষে শিবুইয়া এলাকার একটি মসজিদ থেকে নির্যাতিত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্বতা ঘোষণা করে এবং ইসরাইলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোদ্ধ জাপানিরা ওই মিছিলে অংশ নেন। খবর এনএইচকের।
কয়েকশ’ বিক্ষোভকারী ‘ফ্রিডম ফর গাজা’ এবং ‘প্রোটেক্ট প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড লেখা নিয়ে শিবুয়ায় বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলে সামিল হন ফিলিস্তিনের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি বলেন, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছি। আমি জানি না ইসরাইলের বর্বরোচিত হামলায় আমার বাবা-মা, ভাই-বোন বেঁচে আছে কী-না।
আপনারা না জেনেই কেন একটি সন্ত্রাসী ও অবৈধ রাষ্ট্র সমর্থন দিচ্ছেন? আপনাদের আশকারা পেয়ে বর্ণবাদী দখলদার এ রাষ্ট্রটি এখন নির্বিচারে নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক লোকজনকে বোমা মেরে হত্যা করছে।
দয়া করে ইসরাইলকে সমর্থন দেয়া বন্ধ করুন। তার আবেগঘন বক্ততায় সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠে। সূত্রঃ যুগান্তর।
আপনার মতামত জানান