জুয়েলের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার প্রবাসী জুয়েল হত্যার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রায় ৩০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১০ এপ্রিল) এ মানববন্ধন করেন তারা।
এ সময় নিহত জুয়েলের ভাই বলেন, আমার ভাইয়ের মৃত্যুর তিন দিন পার হয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত এজহারভুক্ত একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তদন্তের আশ্বাস দিলেও আজ পর্যন্ত আসামিদের বাড়িতে তদন্তের জন্য কোনো পুলিশ যায়নি। খুনিরা আমার ভাইকে হত্যার পর একটি হাত কেটে নিয়ে গেছে। আমরা ওই কাটা হাত ছাড়াই লাশ দাফন করেছি। আজ তিন দিনেও ওই কাটা হাতটি উদ্ধার করতে পারেনি পুলিশ। আমার ভাইয়ের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা গ্রামবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন করছি।
উল্লেখ্য, গত বুধবার (৭ এপ্রিল) রাতে বন্দর উপজেলার মদনপুরের আন্দিরপাড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জুয়েল নামে এক যুবক নিহত হন।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক গ্রামবাসীদের বাড়িত ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন, তিন দিনের মধ্যে জুয়েল হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। এরপর মহাসড়ক অবমুক্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
আপনার মতামত জানান