জিমেইল অ্যাপে নতুন সুবিধা

প্রকাশিত

অ্যানড্রয়েড ব্যবহারকারী হোক বা আইওএস ব্যবহারকারীই হোক, জিমেইল অ্যাপ ব্যবহার করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এই জিমেইল অ্যাপে আসছে পরিবর্তন। এবার জিমেইল অ্যাপ থেকেই গুগল চ্যাট অ্যাপ ইন্টিগ্রেশন করতে পারবেন, যার ফলে এই এক অ্যাপ থেকেই ব্যবহার করা যাবে ই-মেইল, মিট এবং রুমের পাশাপাশি গুগল চ্যাটও। এই চ্যাট মেসেজিং অ্যাপ এখন পর্যন্ত শুধু গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারীরা ব্যবহার করতে পারতেন, কিন্তু এবার থেকে সব ব্যক্তিগত অ্যাকাউন্টেও এটি ব্যবহার করা যাবে। অ্যানড্রয়েড ও আইওএসচালিত ফোনে এখন থেকে জিমেইল অ্যাপের মেন্যুবারে জিমেইল, চ্যাট, মিট ও রুম নামের অপশনগুলো দেখা যাবে। এখন পর্যন্ত এই সুবিধা সব ব্যবহারকারীর কাছে পৌঁছায়নি; কিন্তু বেশির ভাগ ব্যবহারকারীই তাঁদের জিমেইল অ্যাপ আপডেট করলে সেটিংসে এই অপশন পেয়ে যাবেন। জিমেইলের হ্যাং আউট নামের যে চ্যাট মেসেজিং সুবিধা ছিল, সেটি বন্ধ করে দিয়ে নতুনরূপে এই গুগল চ্যাট ফিচার এনেছে তারা।

জিমেইল অ্যাপের এই চ্যাট ফাংশনটি আপনার আইফোন অথবা অ্যানড্রয়েড ফোনের ক্ষেত্রে চালুর জন্য প্রথমে দেখে নিতে হবে—আপনার ফোনের জিমেইল অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেটেড আছে কি না; না থাকলে অ্যাপল অ্যাপস্টোর অথবা গুগল প্লেস্টোর থেকে হালনাগাদ সংস্ককরণ ডাউনলোড করতে হবে। এবার জিমেইল অ্যাপটি চালু করে স্ক্রিনের ওপরের বাঁ দিকে মেন্যু আইকনে ট্যাপ করতে হবে। বেশ কিছু অপশনের একটি তালিকা আপনার সামনে আসবে, সেখান থেকে নিচের দিকে নেমে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংসের ভেতরে এসে নিজের ই-মেইল অ্যাড্রেসটি সিলেক্ট করতে হবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে জেনারেল অপশনের নিচে চ্যাট নামের একটি নতুন অপশন দেখা যাবে। অপশনটির পাশে টিক চিহ্ন দিয়ে ফিচারটি সচল করতে হবে। এরপর নতুন সংস্করণের জিমেইল অ্যাপে চারটি ট্যাব দেখতে পাওয়া যাবে, সঙ্গে থাকবে নতুন ধারার একটি চ্যাট বক্স এবং ওপরের বাঁ পাশের মেন্যুতে ট্যাপ করলে আপনি অ্যাক্টিভ, ডু নট ডিস্টার্ব এবং অ্যাওয়ে—এই তিনটি মার্ক থেকে গুগল চ্যাটের জন্য নিজের পছন্দমতো অপশন নির্ধারণ করতে পারবেন।

এ ছাড়া গুগল চ্যাটের মাধ্যমে মিডিয়া ফাইল ও ফটো শেয়ার করা যাবে। ফাইল শেয়ার করার জন্য গুগল ড্রাইভ এতে সিনক্রোনাইজড থাকবে। পাশাপাশি ভিডিও চ্যাটের জন্য সরাসরি গুগল মিট অপশনে সুইচ করলেই হবে। জিমেইল, চ্যাট, মিট ও রুমের জন্য ব্যবহারকারীদের যেন একাধিক অ্যাপে না যেতে হয় তাই এক অ্যাপেই এসব সুবিধা যোগ করেছে গুগল।

সূত্রঃ কালেরকণ্ঠ।

আপনার মতামত জানান