জামিনে মুক্ত সাজাপ্রাপ্ত ধর্ষক সাইফুল

১৮ দিন আগে (১৯ ফেব্রুয়ারি, ২০২৪) দিনাজপুর কারাগার থেকে বের হয়ে এসেছে!
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শিশু ধর্ষক সাইফুল ইসলাম জামিনে মুক্ত।
আজ থেকে ৯ বছর আগে, (২০১৬ সালের ১৮ অক্টোবর) দিনাজপুরের পার্বতীপুরে ৫ বছর বয়সী শিশু পূজা’কে বাড়ির পাশের হলদি ক্ষেতে নিয়ে ব্লেড দিয়ে কেটে ছিঁড়ে ধর্ষন করে!
আছিয়ার যেমন খিঁচুনি হয়েছে, পূজারও তাই হয়েছিল! আছিয়ার মতো পূজাকেও গলা চেপে ধরা হয়েছিল! শ্বাস প্রশ্বাস চলাচল কিছুক্ষন বন্ধ হয়ে যাওয়ায় মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাই হয়নি!
আজো তাই সে স্বাভাবিক হতে পারেনি!
সাইফুল এর মেয়ের সাথেই খেলতো পূজা! ৫ বছরের পূজা আজ ১৩ বছরের কিশোরী!
প্রজনন অঙ্গের ক্ষতি হওয়ায় এখনো তার প্রসাব ঝরে! কয়েক দফা অপারেশন হয়েছে! তাও ঠিক হয়নি!
স্কুলে যেতে পারে না! বাড়িতে মন মরা হয়ে থাকে! মেয়ের এই অবস্থায় মাও ঘরবন্দি!
একটা ফুটফুটে শিশুর জীবন তছনছ করে দিয়েছে যেই পাষন্ড, তাকে জামিন দিয়েছে উচ্চ আদালত!
ভিকটিমের বাড়ী আসামী সাইফুলের বাড়ির পাশে। চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায় সাজাপ্রাপ্ত ধর্ষক সাইফুল। যন্ত্রনা আর বোবা কান্না এবং ভয়ে আতঙ্কিত পূজার পরিবার। পুজার বাবার অভিযোগ, বিচার তো পাইছিলাম, তবে এমন হলো কেন? কিশোরী পূজার নিরাপত্তা ঝুঁকি তীব্র!
বিচার ব্যবস্থার দুরাবস্থা ছিল ১৬ বছরে! এখন তো অবস্থা বিহীন! সাজাপ্রাপ্ত আসামি কেন প্রকাশ্যে ঘুরে বেড়াবে ভিকটিমের চোখের সামনে? এটা কি ভুক্তভোগীর শাসন না অপরাধীর শাসন?এমন জামিন আদেশ কি বার্তা দিচ্ছে সমাজে?
আপনার মতামত জানান