জামালপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৩টি শ্যালো মেশিন এবং বালু উত্তলনে ব্যাবহৃত সরঞ্জামাদিসহ কয়েক শত ফুট পাইপ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) দুপুরে জামালপুরের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়নের অন্তর্গত ফুটানি বাজার ঘাট এলাকায় যমুনা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী বলগ্রেডের উপর স্থাপিত বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জমাদি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় বলগ্রেডে কাউকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা আগেই সটকে পড়ে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, জেলা প্রশাসক মুর্শেদা জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি বিধি নিষেধ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান অংশ নেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ,দেওয়ানগঞ্জ মডেল থানার এস আই আব্দুল কুদ্দুস,চুকাইবাড়ি ইউনিয়ন ভূমি উপ সহকারি রোকসানা বেগম, দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, সাংবাদিক এবং জামালপুর থেকে আগত সঙ্গীয় পুলিশ ফোর্স। সূত্রঃ কালেরকণ্ঠ।
আপনার মতামত জানান