জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
সোনারগাঁ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ১ (এক) বছরের জন্য অনুমোদিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিল সাইফুল্লাহ, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাসিম এবং মূখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদনক্রমে ঘোষিত এই কমিটিতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের তরুণ নেতৃত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং মূখ্য সংগঠক ফরহাদ সোহেল নবগঠিত কমিটি অনুমোদন করেন।
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে অন্তর্ভুক্ত হয়েছেন বহু সক্রিয়, কর্মঠ ও দক্ষ তরুণ সংগঠক।
আহবায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, নবগঠিত কমিটি নারায়ণগঞ্জের যুবসমাজকে সম্পৃক্ত করে দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, সংগঠন শক্তিশালীকরণ এবং জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়াও কেন্দ্রীয় কমিটি বিশ্বাস করে, নতুন নেতৃত্ব জেলা পর্যায়ে জাতীয় যুবশক্তির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে তিনি জানান


আপনার মতামত জানান