চেয়ারম্যানে হাতের টানে উঠে এলো রাস্তার পিচ (ভিডিও)

প্রকাশিত

সোনারগাঁ উপজেলার এলজিইডি’র একটি সড়কে নিন্মমানের নির্মাণ সামগ্রী ও কার্পেটিং কাজে অনিয়মের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সারা দেশের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিশেস ভুমিকা রাখবে বলে জানিয়েছেন সাধারন মানুষ। উপজেলার পঞ্চমীঘাট জিসি ভায়া বারদি (শান্তির বাজার) চেইনেজ শূন্য থেকে ১ হাজার ২১০ মিটার পর্যন্ত সড়কের ৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এম.আর কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এলাকাবাসী বার বার উপজেলা প্রকৌশলীকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি।

গতকাল দুপুরে সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ সড়ক পরিদর্শনে গিয়ে হাতদিয়ে টান দিতেই পিচ উঠে আসে। এ সময় এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সহিদুল ইসলাম উপর মহলকে এ বিষয়ে জানাতে বার বার অনুরোধ করেন। কিন্তু চেয়ারম্যান পুরো বিষয়টি ভিডিও ধারন করে তার বেরিফাইড ফেসবুক আইডি, প্রথম আলোর সাংবাদিক মনিরুজ্জামান মনির এর ভেরিফাইড ফেসবুক আইডি ডেইলি সোনারগাঁ’র লাইক পেজে পোষ্ট করলে ভিডিওটি মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।

এ সময় অনেকে চেয়ারম্যানের এ উদ্যোগের প্রশংসা করে তাকে সোনারগাঁয়ের ফাটাকেষ্ট উপাধি দেন। অনেকেই নিজেদের মতামত পোষন করে জানান, দেশের প্রত্যেক চেয়ারম্যান যদি এমন সচেতন হয় তবে, ঠিকাদার ও প্রকৌশলরীরা কোথাও নিন্মমানের কাজ করার সাহস পাবে না।

আপনার মতামত জানান