চেয়ারম্যানের শপথ গ্রহণ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় গতকাল রোববার ঢাকা বিভাগীয় কমিশনারে কার্যালয়ের সভা কক্ষে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শপথ পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান। শপথ গ্রহন অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্যরা ও দলের অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সোনারগাঁ উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামসুল ইসলাম ভুইয়া সহ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন পাঁচজন। কিন্তু মনোনয়নপত্র জমার শেষ দিনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামসুল ইসলাম ভূঁইয়া ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। একক প্রার্থী হিসেবে ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল ইসলাম ভূঁইয়া। যেহেতু একজন প্রার্থী তাই প্রতীক বরাদ্দ দেওয়ার কোনো বিধান নেই। ফলে শামসুল ইসলাম ভূঁইয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত ২২ জুলাই সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যু হলে এ পদটি শূন্য হয়।
আপনার মতামত জানান