চিপ সংকটে স্যামসাং স্থগিত করল ফোন উৎপাদন
চিপ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে স্যামসাংয়ের মতো বিশ্বের বড় স্মার্টফোন কম্পানিগুলোও। সম্প্রতি এ সমস্যার কারণে স্যামসাং ইলেকট্রনিকস তাদের মধ্যম মানের ফোন উৎপাদনও স্থগিত করেছে। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক টাইমস ম্যাগাজিন চিপ সংকটের কথা জানাতে গিয়ে প্রতিবেদনে স্যামসাংয়ের কথা উল্লেখ করে। এতে বলা হয়, শিল্পসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গ্যালাক্সি এস২১ উৎপাদন সাময়িক স্থগিত করা হয়েছে কোয়ালকমের অ্যাপলিকেশন প্রসেসরসের ঘাটতির কারণে।
স্যামসাংয়ের লক্ষ্য ছিল আগস্টে বাজারে কম ব্যয়বহুল ফোন গ্যালাক্সি এস২১ চালু করা। কম্পানির মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তবে স্যামসাং সতর্ক করে দিয়ে বলেছে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর সরবরাহে ভারসাম্যহীনতা তৈরির ব্যাপারে। এ ছাড়া কম্পানি সতর্ক করেছে যদি চিপ সমস্যার আশু সমাধান না হয় তবে এস২১ এফই ফোন মডেল বাজারে চালুর পরিকল্পনা স্থগিত করতে হতে পারে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
আপনার মতামত জানান