গ্রাম পুলিশ সদস্যগনের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগনের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ১৬টি উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
১১ই নভেম্বর (সোমবার) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট`র মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (খ) শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি মোঃ আব্দুল বারী, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ জাহিদ হোসেন।
এসময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ-সহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত জানান