গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় বিনা নোটিশে বিচ্ছিন্ন গ্যাস পূণঃসংযোগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তোভোগীরা। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান, রাব্বী, নাসরিন সুলতানা, মুক্তিযোদ্ধা ওসমান গনি, সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী, সাধারন সম্পাদক গাজী আমজাদ হোসেন, মাসুম বিল্লাহ, আওয়ামী লীগ নেতা মামুন আল ইসমাইল, পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, কাউন্সিলর আলী আকবর, মনিরুজ্জামান মধু, গাজী আলমগীর, গাজী কামাল, গাজী আতাউর, দেলোয়ার হোসেন, শহীদ, অলি আহমেদ, শওকত প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সোনারগাঁ উপজেলার মধ্যে প্রথম বৈধ গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছি। তিতাস কর্তৃপক্ষ বিনা নোটিশে গত ৫ জুন শনিবার থেকে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে আমাদের বৈধ গ্রাহকদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে পৌর এলাকার ১০ হাজার পরিবার বিপাকে পড়েছে। আগামী ৭২ ঘন্টার আমাদের বৈধ গ্রাহকদের গ্যাস সংযোগ না দিলে মহাসড়ক অবরোধ ও তিতাস গ্যাসের জোনাল অফিস ঘেরাও করার ঘোষনা দেন তারা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে আন্দোলনরত ভুক্তভোগীদের বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করে খুব দ্রুত বৈধ গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে।
আপনার মতামত জানান