গুম-খুনের বিচার দাবিতে যুবদলের বিক্ষোভ

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গুম, খুন ও অপহরণের বিচার দাবিতে বিক্ষোভ করেছে যুবদল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ করা হয়।

বুধবার বিকালে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে বিক্ষোভে যোগ দেন সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলী, আবু সালেহ মুছা, আল আমিন, সোনারগাঁ থানা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজ, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপহরণের মাধ্যমে গুম-খুন করেছে। রাতের অন্ধকারে মতিঝিল শাপলা চত্বরে আলেম ও মাদ্রাসা ছাত্রদের পুলিশ দিয়ে নির্বিচারে হত্যা করেছে। সবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারের বেশি ছাত্র শিশু ও যুবক হত্যা করেছে। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব নির্দেশদাতাকে গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।

আপনার মতামত জানান