গুগল আপনার কাছে যা চায়

প্রকাশিত

গুগলে সার্চ করার সময় অনুসন্ধানকারীরা কেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সুপারিশ পেয়ে থাকে সেটা এখন থেকে জানিয়ে দেবে গুগল। এ জন্য তারা সার্চের ফলাফলে বাড়তি তথ্য সংযোগ করবে। এসবের মধ্যে থাকবে ‘ম্যাচিং কি-ওয়ার্ডস’ এবং ‘রিলেটেড টার্মস’। পাশাপাশি অনুসন্ধানকারীদের আঞ্চলিক অবস্থানের ওপর ভিত্তি করে অন্য পেজগুলো সেই লিংকটি উল্লেখ করেছে কি না সেটাও জানা যাবে।

নিজেদের অনুসন্ধান র‍্যাংক অ্যালগরিদমে যে কারণগুলো কাজ করে, সে ব্যাপারে কোনো গোপনীয়তা রাখেনি গুগল। এখন সেটি অনুসন্ধানকারীদের কাছে আরো খোলাসা করে প্রকাশ করতে চায় তারা। বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটি আশা করছে, এতে এই সব তথ্য ব্যবহারকারী আরো ভালোভাবে সার্চ করার সুযোগ পাবে। সার্চ ইঞ্জিনে একটি বাড়তি প্যানেল যোগ করা হবে, যাতে থাকবে সার্চসংক্রান্ত নানা রকম টিপস। এসবের মধ্যে থাকবে কিভাবে নির্দিষ্ট বাক্যাংশগুলোতে উদ্ধৃতি চিহ্ন লিখতে হবে, কিংবা কী লিখলে অনুরূপ বিষয়বস্তু সহজেই খুঁজে পাওয়া যাবে।

সূত্র : ম্যাশেবল।

আপনার মতামত জানান